প্রকাশিত: Sat, Dec 23, 2023 10:52 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:39 PM

[১]বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে: মঈন খান

রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। একতরফা তামাশার নির্বাচন করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

[৩] তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জনপ্রতিনিধিত্বহীন সরকারকে সরিয়ে দেশে জনগণের সরকার কায়েম করব। মানুষকে সচেতন করতে কথা বলব, জনসম্পৃক্ত করব। মানুষের সরকার প্রতিষ্ঠিত করব, ইনশা আল্লাহ।

[৪] শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

[৫] বিএনপির এই নেতা বলেন, সরকার না কি উন্নয়নে ভরে দিয়েছে দেশকে, তাহলে তারা কেন জনগণের ভোটকে ভয় পায়? এই প্রশ্ন আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রশ্ন। জনগণকে এ ধরনের হটকারী নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।

[৬] মঈন খান বলেন, বিএনপি জনগণের সাথে ছিল, ভবিষ্যতেও  থাকবে। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। সম্পাদনা: সমর চক্রবর্তী